একনজরে

10/recent/ticker-posts

Voyager Unstoppable Journey মহাকালের মহাকাশযান! মহাবিশ্বে ছুটেই চলেছে দুই ভয়েজার


খোশখবর ডেস্কঃ সশরীরে পৃথিবী ছাড়িয়ে চাঁদে যাওয়া ছাড়া আর বেশি দূর যেতে পারেনি মানুষ।তবে এই মুহূর্তে সৌরজগত ছাড়িয়ে তারাদের দেশের দিকে ছুটে চলেছে মানুষেরই তৈরি দুই স্পেসক্রাফট - যা মানবজাতির তৈরি সবচেয়ে দূরবর্তী অঞ্চলে ছুটে চলা মহাকাশযান।

সৌরজগতের প্রান্ত ছাড়িয়ে অনন্ত মহাকাশে মানুষের অদম্য যাত্রার সাক্ষী হয়ে ছুটে চলেছে ভয়েজার ১ ও ভয়েজার ২। সৌরজগতের গ্রহগুলোকে পর্যবেক্ষণ করা এবং তারও বাইরে অজানা মহাকাশকে জানার লক্ষ্যেই নাসার ঐতিহাসিক বৈজ্ঞানিক উদ্যোগ বা ভয়েজার কর্মসূচির সূচনা হয় ১৯৭৭ সালে। উৎক্ষেপণ করা হয় দুটি আন্তঃনাক্ষত্রিক মহাকাশযান ভয়েজার ১ ও ভয়েজার ২।

গুগলে আরও 'খোশখবর' 


মজার কথা হল দুটি আলাদা পথ ধরে পাঠানোর ফলে ভয়েজার ২কে আগে উৎক্ষেপণ করা হয়েছিল। ১৯৭৭ এর ২০ আগস্ট ভয়েজার ২ এবং ঠিক এর ২ সপ্তাহ পর ৫ সেপ্টেম্বর মহাকাশে পাঠানো হয়েছিল ভয়েজার ১কে। বিচ্ছিন্ন ভাবে হলেও দুটি মহাকাশযানই মানুষের তৈরি বস্তু হিসেবে সৌরজগতের সবচেয়ে দূরে গিয়ে এখনও তথ্য পাঠাচ্ছে পৃথিবীতে।


অনেক দূর ছুটে যাবে এমন আশা রেখেই উভয় মহাকাশযানের সঙ্গেই সংযুক্ত করা হয়েছিল মানবসভ্যতার বার্তা দেওয়া একটি করে গোল্ডেন রেকর্ড। এটি সোনায় মোড়া তামার তৈরি একটি ফনোগ্রাফ রেকর্ড, যা একপ্রকার টাইম ক্যাপসুল। অর্থাৎ ভবিষ্যতে যদি কোনও বহির্জাগতিক বুদ্ধিমান প্রাণ এই মহাকাশযানের মুখোমুখি হয়, তাদের কাছে যেন পৌঁছে যায় পৃথিবী ও মানবজীবনের বার্তা।


সেই থেকে ছুটেই চলেছে ভয়েজার ১ ও ভয়েজার ২। তবে ভয়েজার ২ এর গতি ভয়েজার ১ এর চেয়ে কিছুটা কম। ভয়েজার ১ বর্তমানে রয়েছে সূর্য থেকে প্রায় ১৫.৮ বিলিয়ন মাইল দূরে আর ভয়েজার ২ আছে প্রায় ১২.১ বিলিয়ন মাইল দূরে। ভয়েজার কর্মসূচি আমাদের মনে করিয়ে দেয়—মানুষ চাইলে কত দূর পর্যন্ত পৌঁছতে পারে।


পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code