খোশখবর ডেস্কঃ এশিয়া পাওয়ার সূচকে জাপানকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম শক্তিতে পরিণত হল ভারত।তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশিত এক বিবৃতিতে পাওয়া এই তথ্য তুলে ধরেছে দি ইকনমিক টাইমস-এর অনলাইন এডিশন।তাতে জানানো হয়েছে এশিয়া পাওয়ার সূচকে তৃতীয় বৃহত্তম শক্তির অবস্থান নিশ্চিত করে ভারত জাপানকে ছাড়িয়ে গেছে।অর্থাৎ বিশ্বে তৃতীয় ‘ক্ষমতাশালী’ দেশ হিসেবে চিহ্নিত হল ভারত।এই তালিকা তৈরি করেছে ‘লওয়ি ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইনডেক্স’।
তথ্য অনুসারে কোভিড পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুত্থান ২০২৪-এর সূচকে ভারতকে অনেকটা এগিয়ে দিয়েছে।অর্থনৈতিক সক্ষমতায় ভারতের পয়েন্ট বেড়েছে ৪.২।ভারতের ভবিষ্যত সম্পদ স্কোরও বৃদ্ধি পেয়েছে অনেকটা। সূচকে সেই বৃদ্ধি ৮.২ পয়েন্ট। গতিশীল বৃদ্ধি, তরুণ জনসংখ্যা এবং এর সম্প্রসারিত অর্থনীতির জন্যই জাপানকে পিছনে ফেলতে পেরেছে ভারত।
The 2024 edition of the Asia Power Index shows China beating the United States for the first time for its military posture in Asia. But China remains lodged behind its rival superpower at the top of the table.
— The Lowy Institute (@LowyInstitute) September 22, 2024
Explore the full Index: https://t.co/v541RMGRit pic.twitter.com/xhtcozV7MP
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ