একনজরে

10/recent/ticker-posts

World Interfaith Harmony Week কেন পালিত হয় রাষ্ট্রসঙ্ঘের ‘বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’?

World Interfaith Harmony Week কেন পালিত হয় রাষ্ট্রসঙ্ঘের  ‘বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’?

খোশখবরঃ ওয়ার্ল্ড ইন্টারফেথ হারমোনি উইক( World Interfaith Harmony Week) বা বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ ২০১০ সালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ কর্তৃক ঘোষিত হওয়ার পর থেকে পালিত হয়ে আসছে।যা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পালন করা হয়।সাধারণ পরিষদ মনে করে পারস্পরিক সমঝোতা এবং আন্তঃধর্মীয় আলোচনা শান্তির সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক এবং তা মানুষের ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে।

আরও পড়ুনঃ
এই সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ পরিষদ সকল রাষ্ট্রকে উৎসাহিত করে যে তারা স্বেচ্ছায় এবং তাদের নিজস্ব ধর্মীয় ঐতিহ্য বা বিশ্বাস অনুযায়ী সেই সপ্তাহে বিশ্বের গির্জা, মসজিদ, সিনাগগ, মন্দির এবং অন্যান্য উপাসনালয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সদিচ্ছার বার্তা ছড়িয়ে দেবে।



শান্তি ও অহিংসার সংস্কৃতি প্রচারের জন্য উদ্ভাবিত বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ (WIHW) ২০১০ সালে প্রথম ২০১০ সালে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ রাষ্ট্রসংঘে প্রস্তাব করেছিলেন। এটি রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ গ্রহণ করে (রেজোলিউশন A/RES/65/5) এবং প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহকে বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ হিসেবে ঘোষণা করা হয়।
তথ্যঃ un.org

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code