একনজরে

10/recent/ticker-posts

Most Valuable Unicorns startup বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ ‘ওপেনএআই’। জানেন ভারতের কোনটা?


খোশখবর ডেস্কঃ বিশ্বের সবচেয়ে মূল্যবান ইউনিকর্ন কোম্পানি হল স্যাম অল্টম্যানের ওপেন এআই।statista.com এর তথ্য বলছে ChatGPT ও অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) টুলের নির্মাতা OpenAI-এর আর্থিক মূল্যায়ন ৫০০ বিলিয়ন ডলার, যা পৃথিবীর ইতিহাসে কোনও ব্যক্তিমালিকানাধীন কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ।

ইউনিকর্ন কোম্পানি বলতে বোঝায় এমন একটি ব্যক্তি মালিকানাধীন (privately held) স্টার্টআপ, যার বাজারমূল্য ১ বিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি।মার্কিন ভেঞ্চার ক্যাপিটালিস্ট আইলিন লি (Aileen Lee) এই ‘ইউনিকর্ন’ শব্দটি প্রথম ব্যবহার করেন ২০১৩ সালে। তিনি এরকম নাম দেন কারণ তখন এমন স্টার্টআপ ছিল খুবই বিরল,একেবারে রূপকথার প্রাণী ‘ইউনিকর্ন’-এর মতো।

Crunchbase-এর তথ্য অনুযায়ী, সর্বশেষ মূল্যায়নের ফলে OpenAI এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান ইউনিকর্ন কোম্পানির তালিকায় যা স্পেসএক্স( SpaceX), বাইটড্যান্স(TikTok-এর মূল প্রতিষ্ঠান) এবং অ্যানথ্রোপিককেও পিছনে ফেলে দিয়েছে।এই তালিকায় ৬ নম্বরে প্রায় ১০০ বিলিয়ন ডলারের অধিকারী ভারতীয় সংস্থা মুকেশ আম্বানীর স্টার্টআপ ইউনিকর্ন রিলায়েন্স রিটেলের (Relience Retail) এর নাম আছে।

বিশ্বের কিছু শীর্ষ ইউনিকর্ন কোম্পানি (২০২৫ অনুযায়ী):

OpenAI – মূল্য প্রায় ৫০০ বিলিয়ন ডলার

SpaceX – মূল্য প্রায় ৪০০ বিলিয়ন ডলার

ByteDance (TikTok) – মূল্য প্রায় ২২০ বিলিয়ন ডলার

Anthropic - মূল্য প্রায় ১৮৩ বিলিয়ন ডলার

Ant Group (China) – প্রায় ১৫০ বিলিয়ন ডলার

Relience Retail(India) - প্রায় ১০০ বিলিয়ন ডলার

Databricks - প্রায় ১০০ বিলিয়ন ডলার

Stripe (US)– প্রায় ৯২ বিলিয়ন ডলার 

 
 

উৎসঃ statista.com 

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code