একনজরে

10/recent/ticker-posts

Gold prices hit record high ধনতেরাসের আবহে রেকর্ড উচ্চতায় উঠে গেল সোনার দাম


খোশখবর ডেস্কঃ ধনতেরাস ঘিরেই আকাশছোঁয়া হয়ে গেল সোনার দাম।ধনতেরাসের আগে ভারতের সোনার বাজার নতুন ইতিহাস তৈরি হয়েছে।ফিবছর মেতে ওঠা এই উৎসবে সমৃদ্ধ ভবিষ্যতের আশায় সোনার-রুপোর গয়না, বাসন, সম্পত্তি ও নানা মূল্যবান সামগ্রী কেনে মানুষ। আর সেই আবহে ইন্ডিয়া টুডের রিপোর্ট জানাচ্ছে ধনতেরাসের আগেই সোনার বাজারে নতুন রেকর্ডের কথ।

শুক্রবার দিল্লির বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩,২০০ টাকা বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায়।৯৯.৯% বিশুদ্ধ সোনা প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৩৪,৮০০ টাকা। আগের সেশনে সোনার দাম ছিল ১,৩১,৬০০ প্রতি ১০ গ্রাম। একইভাবে, ৯৯.৫% বিশুদ্ধতার সোনার দামও প্রতি ১০ গ্রামে (সমস্ত কর-সহ) ৩,২০০ টাকা বেড়ে পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ ১,৩৪,২০০ টাকায়।

কেন হঠাৎ এই উত্থান হল সোনার দামের? বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের মতে, উৎসবের মরশুমে বিক্রি বাড়বে এই প্রত্যাশায় স্টকিস্টরা নতুন করে সোনা কিনতে শুরু করেছেন।এছাড়া ধনতেরাসে হিন্দু ধর্মমতে মূল্যবান ধাতু কেনার শুভ দিন হিসেবে বিবেচিত হয়। হিসেব মত শনিবার উদযাপিত হবে ধনতেরাস আর সোমবার দীপাবলি। ফি বছর এই সময়ে দেশজুড়ে গয়না কেনাবেচার পরিমাণ অনেক বেড়ে যায়।পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা ও মার্কিন অর্থনীতির অস্থিরতা, ডলার সূচকের পতন সোনার প্রতি বিনিযোগের ঝোঁক বাড়িয়ে দিয়েছে।

আন্তর্জাতিক বাজারের অবস্থাটা কেমন? বিশ্ববাজারে স্পট গোল্ড শুক্রবার প্রতি আউন্সে $৪,৩০৩.৭৩-এ নেমে এসেছে, যা আগের সেশনে রেকর্ড $৪,৩৭৯.২৯ ছুঁয়েছিল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আংশিক শাট ডাউন এবং ডলার সূচক ৯৯-এর নিচে নেমে আসার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকেই ঝুঁকছেন।
তথ্যঃইন্ডিয়া টুডে

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code