একনজরে

10/recent/ticker-posts

Rumor Earth Will Lose Gravity মাধ্যাকর্ষণ হারিয়ে বিপন্ন হবে পৃথিবী? গুজবে কান দেবেন না


খোশখবর ডেস্কঃ পৃথিবীতে ছড়ানো আজগুবি গল্পের যেন কোনও শেষ নেই। তবুও সেগুলো সত্যিই গল্পে সীমাবদ্ধ থাকলে হত। কিন্তু বাস্তবে যখন পৃথিবী কোনও একটা দিনক্ষণ মেনে ধ্বংস হয়ে যাবে বা বিপন্ন হয়ে পড়বে মানুষ সহ গোটা প্রাণী - এমন গুজব ছড়ানো হয় তথন তা সত্যিই বিপজ্জনক হয়ে ওঠে। কোনও এক বাবা বা প্রাচীন কালের কোনও জ্যোতিষী এমনটা বলে গেছেন বলে প্রচার করা হয়।

এবার ফের হাজির হয়েছে এমন এক গুজব। তবে এবার তা ছড়ানো হয়েছে নাসার এক ‘ফাঁস’ হওয়া নথির নামে। এই নিয়ে এক রিপোর্ট প্রকাশ করেছে স্নোপস ডট কম। এই সদ্য প্রচারিত গুজবের বিরুদ্ধে আই এফ এল সায়েন্সে কড়া সমালোচনা লিখেছেন অ্যাস্ট্রোফিজিক্সের পন্ডিত বিজ্ঞান লেখক আলফ্রেডো কারপিনেতি।

গুগলে আরও খোশখবর 


স্নোপস ডট কমের রিপোর্ট অনুযায়ী, টিকটক ও ইনস্টাগ্রামের এক ব্যবহারকারী (যার অ্যাকাউন্ট এখন আর নেই) দাবি করেছেন—“১২ আগস্ট ২০২৬-এ পৃথিবী ৭ সেকেন্ডের জন্য মাধ্যাকর্ষণ হারাবে। ব্যাপারটা নাসা জানে। তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কেন—তা বলছে না।”

খোশখবরে মিনি ভিডিও 


ওই ভিডিওটি প্রায় ৬২ হাজার লাইক পেয়েছে এবং শুধু ইনস্টাগ্রামেই শেয়ার হয়েছে ২ লক্ষ ৬৮ হাজার বার। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট হু হু করে ছড়িয়েছে। আলফ্রেডো তাঁর প্রবন্ধে লিখেছেন প্রযুক্তির কল্যাণে মানবজাতি এখন এমন সব ষড়যন্ত্র তত্ত্বের গল্প ফাঁদছে, যেগুলোর বোকামির মাত্রা ইতিহাসে নজিরবিহীন। আমরা জানি—এটা ভুল তথ্যের যুগ, এআই দিয়ে তৈরি আজেবাজে দাবির বন্যা। কিন্তু তাই বলে—এতটা?

দেখুন এই ভিডিওটা


পাশাপাশি ১২ আগস্ট ২০২৬—পৃথিবী ধ্বংসের গুজব ছড়ানোর জন্য সত্যিই ‘ভালো’ একটা তারিখ। কারণ ওই দিনই বছরের পূর্ণ সূর্যগ্রহণ—আর্কটিক থেকে স্পেন পর্যন্ত দেখা যাবে। গ্রহণের সঙ্গে সর্বনাশ জুড়ে দিতে মানুষ বরাবরই ভালোবাসে।

ঢুকে পড়ুন নজরকাড়া কোটেশন সাইটে

আলফ্রেডোর কথায় আসলে পৃথিবীকে তার মাধ্যাকর্ষণ হারাতে হলে তার কোর, ম্যান্টল, ভূত্বক—সব উধাও হতে হবে – যা এক কথায় অসম্ভব। আসলে জলবায়ু সংকট থেকে মহামারি - পৃথিবীতে সত্যিকারের হুমকি কম নেই। মানুষ সেসব নিয়ে ভাবুক। এমন আজগুবি গল্প বানানোর কোনো দরকার নেই।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code