একনজরে

10/recent/ticker-posts

Customer with Macintosh Classic অ্যান্টিক ম্যাকিনটোস এনে অ্যাপলের সিইওকেই চমক এক ভক্তর


এক ব্যক্তি অ্যান্টিক ম্যাকিনটোস ক্লাসিক নিয়ে হাঁটতে হাঁটতে টিম কুকের সামনে হাজির 

খোশখবর ডেস্কঃ ভারতে খুলে গেল অ্যাপলের প্রথম নিজস্ব স্টোর।সেই উপলক্ষ্যে মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স স্টোরে গ্রাহকদের স্বাগত জানাতে হাজির হন খোদ অ্যাপলের সিইও টিম কুক। গ্রাহকদের স্বাগত জানানোর সময়, একজন ব্যক্তি অ্যান্টিক ম্যাকিনটোস ক্লাসিক কম্পিউটার নিয়ে হাঁটতে হাঁটতে টিম কুকের সামনে হাজির হন।কোম্পানির এত দিনের পুরোনো জিনিষ এভাবে সুদূর ভারতে এসে দেখে খুবই অবাক ও আনন্দিত হন কুক।



মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুসারে জানা গেছে ম্যাকিনটোস ক্লাসিক নিয়ে অ্যাপল স্টোরে চলে আসা ব্যক্তির নাম সাজিদ। তিনি অ্যাপলের ভক্ত এবং ইউএক্স ডিজাইনার। অ্যাপলের সমস্ত প্রোডাক্ট কিনে ব্যবহার করাই তাঁর নেশা।ওই অ্যান্টিক ম্যাকিনটোস ১৯৮৪ সালে কিনেছিলেন তিনি।পরে কুক ওই অ্যাপল ফ্যানের প্রশংসাও করেন।

খবর ও ছবি সৌজন্যঃ  টুইটার 
  
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code