খোশখবর ডেস্কঃ দীপাবলিতে ফের বিশ্ব রেকর্ড গড়ল অযোধ্যা।প্রতি বছরই দীপাবলিতে বারাণসী এবং অযোধ্যা প্রদীপের আলোর মালায় সেজে ওঠে।এই দীপোৎসব এত বড় হয় যে তা ফি বছরই নানা রেকর্ড গড়ে।বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন রেকর্ডের উদ্যোগও নেওয়া হয়।তবে এ বার এই দীপোৎসবের কেন্দ্রে ছিল অযোধ্যার রাম মন্দির।এ বার সরযূ নদীর তীরে ২৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালিয়ে নতুন রেকর্ডের পথে হেঁটেছিল অযোধ্যা।সাফল্য মিলল সেখানেই।তবে একটা নয় দীপাবলিতে ২টো গিনেস রেকর্ড গড়ে ফেলেছে অযোধ্যার দীপোৎসব।আর এই উদ্যোগের কেন্দ্রে ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
২০১৭ সালের দীপোৎসবে জ্বালানো হয়েছিল ৫১,০০০ প্রদীপ। ২০১৮ সালে জ্বালানো হয় ৩.০১ লক্ষ প্রদীপ,২০১৯ সালে জ্বলে ৪.১০ লক্ষ প্রদীপ,২০২০ সালে ৬ লক্ষ প্রদীপ,২০২১ সালে ৯ লক্ষ প্রদীপ,২০২২ সালে ১৭ লক্ষেরও বেশি প্রদীপ এবং ২০২৩ সালে জ্বলে ২২.২৩ লক্ষ প্রদীপ।এবার ২০২৪ সালে অযোধ্যায় জ্বালানো হয়েছে ২৫ লক্ষ ১২ হাজার ৫৮৫টি প্রদীপ।এটি একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।এরই পাশাপাশি ১,১২১ জনের যৌথ আরতি পরিবেশনাও একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করে।
এবারের দীপোৎসবে সাজানো হয়েজে সরযূ নদীর তীরে ৫৫টি ঘাট। ১৪টি কলেজ, ৩৭টি আন্ত কলেজ এবং ৪০টি এনজিও মিলে প্রায় ৩২ হাজার স্বেচ্ছাসেবক নিযুক্ত থাকছেন এই কাজে।দীপোৎসবের জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ প্রকৃতিবান্ধব প্রদীপ।পরিবেশ রক্ষার পাশাপাশি যাতে মন্দিরের কোনও রকম ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। রাম মন্দির কমপ্লেক্স পুরোটাই ফুল দিয়ে সাজানো হয়েছে। বিপুল লোকসমাগম হবে সে কথা মাথায় রেখে ঘাটগুলিতে থাকছে পানীয় জলের ব্যবস্থা।থাকছে প্রচুর স্বেচ্ছাসেবকও।পাশাপাশি ৩ দিনের এই দীপোৎসবে আঁটসাঁট করা হয়েছে অযোধ্যার নিরাপত্তা।
২০১৭ সালের দীপোৎসবে জ্বালানো হয়েছিল ৫১,০০০ প্রদীপ। ২০১৮ সালে জ্বালানো হয় ৩.০১ লক্ষ প্রদীপ,২০১৯ সালে জ্বলে ৪.১০ লক্ষ প্রদীপ,২০২০ সালে ৬ লক্ষ প্রদীপ,২০২১ সালে ৯ লক্ষ প্রদীপ,২০২২ সালে ১৭ লক্ষেরও বেশি প্রদীপ এবং ২০২৩ সালে জ্বলে ২২.২৩ লক্ষ প্রদীপ।এবার ২০২৪ সালে অযোধ্যায় জ্বালানো হয়েছে ২৫ লক্ষ ১২ হাজার ৫৮৫টি প্রদীপ।এটি একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।এরই পাশাপাশি ১,১২১ জনের যৌথ আরতি পরিবেশনাও একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করে।
এবারের দীপোৎসবে সাজানো হয়েজে সরযূ নদীর তীরে ৫৫টি ঘাট। ১৪টি কলেজ, ৩৭টি আন্ত কলেজ এবং ৪০টি এনজিও মিলে প্রায় ৩২ হাজার স্বেচ্ছাসেবক নিযুক্ত থাকছেন এই কাজে।দীপোৎসবের জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ প্রকৃতিবান্ধব প্রদীপ।পরিবেশ রক্ষার পাশাপাশি যাতে মন্দিরের কোনও রকম ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। রাম মন্দির কমপ্লেক্স পুরোটাই ফুল দিয়ে সাজানো হয়েছে। বিপুল লোকসমাগম হবে সে কথা মাথায় রেখে ঘাটগুলিতে থাকছে পানীয় জলের ব্যবস্থা।থাকছে প্রচুর স্বেচ্ছাসেবকও।পাশাপাশি ৩ দিনের এই দীপোৎসবে আঁটসাঁট করা হয়েছে অযোধ্যার নিরাপত্তা।
0 মন্তব্যসমূহ