একনজরে

10/recent/ticker-posts

Russia Fines Google ২০ ডেসিলিয়ন, রাশিয়ার অবাক করা জরিমানা গুগলকে, জেনে নিন কেন?


খোশখবর ডেস্কঃ বেশ কয়েকটি রাশিয়ান মিডিয়ার চ্যানেল বন্ধ করে দেওয়ার এক মামলায় অ্যালফাবেটের মালিকানাধীন ইউটিউবকে বিশ্বের সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণ আর্থিক জরিমানা করল রাশিয়ার একটি আদালত।এই জরিমানা করা হয়েছে জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত একক ডেসিলিয়নে।রাশিয়া গুগলের বিরুদ্ধে যে জরিমানা জারি করেছে তা গুগলকে দিতে হলে ২ এর পরে ৩৪টি শূন্য বসাতে হবে।সংখ্যাটা হবে  ২০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ ডলার।

আরও পড়ুনঃ
richest countries বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশ, ১ নম্বরে লুক্সেমবার্গ

হিসেব করলে দেখা যাচ্ছে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থার ভিডিও প্ল্যাটফর্ম  ইউটিউব থেকে রাশিয়া সে পরিমাণ অর্থ জরিমানা করেছে যা গোটা বিশ্বের মোট জিডিপির চেয়েও কয়েকগুণ বেশি! বিশ্ব ব্যাঙ্ক গোটা বিশ্বের জিডিপি-র যে পূর্বাভাস দিয়েছে তা ১০০ কোটি ট্রিলিয়ন ডলার।বিপুল অঙ্কের এই জরিমানা ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। গুগলেরও অর্থের কোনও অভাব নেই।প্রতিদিন বিপুল পরিমাণ লাভের অঙ্ক ঘরে তোলে এই সার্চ জায়ান্ট।গত ১০ বছরে নানা অভিযোগের ভিত্তিতে হওয়া মামলায় গুগ্‌লকে প্রায় ১৪০০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। কিন্তু সেসব হিসেবকে ছাড়িয়ে গেছে এই অর্থের অঙ্ক।

আরও পড়ুনঃ

কিন্তু এত বিপুল আকাশছোঁয়া জরিমানা কিসের জন্য? এনডিটিভি ডট কমের তথ্য অনুযায়ী ২০২২ সালের মার্চে ইউটিউব বেশ কয়েকটি রাশিয়ান রাষ্ট্র-চালিত চ্যানেলের উপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার ঘোষণা করেছিল।রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্ল্যাটফর্মটি হিংসাত্মক ঘটনা না প্রচার করার উদ্দেশ্যেই এটি করা হয়েছে বলে দাবি করে ইউটিউব।বিশ্বব্যাপী ১০০০টিরও বেশি চ্যানেল এবং ১৫০০০টিরও বেশি ভিডিও সরিয়ে দেওয়া হয়৷ ইউরোপে, বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা প্রসারিত হওয়ার আগে রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়া অ্যাকাউন্টের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এই পদক্ষেপকে রাশিয়া রাষ্ট্র-পরিচালিত মিডিয়াকে সেন্সর এবং দমন করা হয়েছে বলে অভিযুক্ত করে।

বিষয়টি নিয়ে মামলা হয় আদালতে। রাশিয়ার কম করে ১৭টি সংবাদসংস্থা গুগলের বিরুদ্ধে আদালতে যায়। তাদের বেশিরভাগই জানায় গুগলকে জরিমানা দিতে হবে। যদিও এরমধ্যে রাশিয়ায় নিজেদের ইউনিটও বন্ধ করে দেয় গুগল। চ্যানেল বন্ধের ব্যাপারটা নিয়ে আদালতে মামলা শুরু হয়। সেই মামলাতেই এবার বিপুল অঙ্কের জরিমানার নির্দেশ দেওয়া হল। তবে এখানেই শেষ নয়,জানা গেছে এই বিপুল অঙ্কের জরিমানা ৯ মাসের মধ্যে না মেটাতে পারলে তা রাশিয়ান মুদ্রায় প্রতিদিন ১ লক্ষ রুবেল করে বাড়তে থাকবে।

 www.youtube.com/channel/UCppJNWmBwUwu4IO6hjwHmWg

প্রশ্ন হল এই অসম্ভব আকারের জরিমানা কী দেওয়া সম্ভব? আসলে বলা হচ্ছে ক্রেমলিনের এই জরিমানাটি আসলে একটি বড় আকারের প্রতীকী হুমকি যা গুগলকে রাশিয়ান সম্প্রচারকারীদের উপর তার পদক্ষেপ পুনর্বিবেচনা করতে বাধ্য করার উদ্দেশ্যে করা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ান মিডিয়ায় ইউটিউবের নিষেধাজ্ঞার বিষয়টিকে সামনে আনার সময় বলেন যে আমি নিজেই এই সংখ্যাটি সঠিকভাবে উচ্চারণ করতে পারছি না।


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code