খোশখবর ডেস্কঃ চুপিচুপিই বেড়ে চলেছে নিঃশব্দ ঘাতক। ডায়াবেটিসকে নিঃশব্দ ঘাতক হিসেবেই পরিচয় করান চিকিৎসকেরা। শুধু বড়রা নয় ছোটরাও আক্রান্ত হচ্ছে ডায়াবেটিসে।চিকিৎসক থেকে পুষ্টিবিজ্ঞানী সকলেরই অভিমত এর জন্যে দায়ী আমাদের খ্যাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল।
আরও পড়ুনঃ
২০০০ সালে বিশ্বে প্রতি লক্ষে ডায়াবিটিসের শিকার ছিল ১৫১ জন আর ২০২১ সালে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৫৩৭ জন।‘এই সময়’ পত্রিকার দেওয়া তথ্য অনুসারে চিহ্নিত ডায়াবিটিস রোগীর নিরিখে বিশ্বের প্রথম ৫ দেশের মধ্যে আছে চিন, ভারত, পাকিস্তান, ইউএসএ, ইন্দোনেশিয়া।
আরও পড়ুনঃ
চিনে এই মুহূর্তে চিনে ডায়াবিটিসে আক্রান্ত ১৪ কোটি ৯০ লক্ষ মানুষ। ভারতে এই আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৪২ লক্ষ, পাকিস্তানে ৩ কোটি ৩০ লক্ষ, ইউএসএতে ৩ কোটি ২২ লক্ষ এবং ইন্দোনেশিয়ায় ১ কোটি ৯৫ লক্ষ।
আবার টাইপ-১ বা জুভেনাইল ডায়াবিটিসে ভোগা ০-১৮ বছর বয়সি জনসংখ্যার নিরিখে প্রথম পাঁচ দেশের মধ্যে প্রথমেই আছে ভারত। ভারতে এই আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৯ হাজার ৪০০। ইউএসএতে ১ লক্ষ ৫৭ হাজার ৯০০, ব্রাজিলে ৯২ হাজার ৩০০, চিনে ৫৬ হাজার,আলজেরিয়ায় ৩০ হাজার ৮০০ জন।
এই রোগ নিয়ে সচেতনতা বাড়াতেই প্রতিবছর ১৪ নভেম্বর পালিত হয় ‘ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে’।আর এমন দিনেই বিখ্যাত তথ্য বিষয়ক সংস্থা স্টাটিস্টা প্রকাশ করেছে ভয় ধরানো তথ্য। প্রকাশিত সেই তথ্যে বলা হয়েছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন অনুসারে, ২০২১ সালে ২০ থেকে ৭৯ বছর বয়সী ৫৩৭ মিলিয়ন (১ মিলিয়ন = ১০লক্ষ) মানুষ বিশ্বব্যাপী ডায়াবেটিসে ভুগেছে যা বিশ্বের জনসংখ্যার ১০.৫ শতাংশ।আর ২০৪৫ সালের মধ্যে এই রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মোট সংখ্যা ৭৮৭ মিলিয়নে (বিশ্বের জনসংখ্যার ১২.২ শতাংশ) পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ডায়াবেটিস আক্রান্ত প্রাপ্তবয়স্কদের আনুমানিক সর্বাধিক সংখ্যার অঞ্চলগুলি হল পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ পূর্ব এশিয়া। তবে আফ্রিকা মহাদেশেই এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে বলে আশঙ্কা। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ২০৪৫ সালের মধ্যে ক্ষেত্রে ১৩০ শতাংশেরও বেশি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
ইউরোপে, ২০২১ সালে মাত্র ৬১ মিলিয়নেরও বেশি প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিস হয়েছে বলে অনুমান করা হয়েছিল, যা ২০৪৫ সালের মধ্যে ৬৯.২ মিলিয়নে পৌঁছবে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন জানাচ্ছে যে বিশ্বব্যাপী মৃত্যুর শীর্ষ দশটি কারণের মধ্যে একটি হল ডায়াবেটিস যা জনস্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ