খোশখবর ডেস্কঃ পরিষ্কার ও পরিছন্নতার জন্য জাপান বিখ্যাত।অনেকেই মনে করেন জাপান বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশগুলোর মধ্যে একটি।তবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশ কী এতটাই পরিষ্কার যে তার রাস্তায় একটুও ধুলো নেই? সদ্য একজন ইনফুয়েন্সারের ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটমহলে।ডব্লুআইওএন ডট কম এই তথ্য দিয়েছে।
আরও পড়ুনঃ
ব্যস্ততার মধ্যেও কাজের সময় বের করবেন কী ভাবে? মানুন এই ১০টি টিপস।
একটি ইন্সটাগ্রাম ভিডিওয়( যে ভিডিওর সত্যতা বিচার করে নি ‘খোশখবর’) ভারতীয় ইনফুয়েন্সার সিমরান বালার জৈনকে দেখা যাচ্ছে জুতো খুলে জাপানের রাস্তায় শুধুমাত্র ধপধপে সাদা নতুন মোজা পরে হাঁটছেন।রাস্তায় ঘোরার সময় জৈনকে ফুটপাথ এবং জেব্রা ক্রসিং ধরে হাঁটতেও দেখা যাচ্ছে।অথচ এত কিছুর পরেও মোজাগুলো থেকে গেল দাগহীন,সেগুলি দোকান থেকে কেনার সময় যেমন ছিল তেমনই নতুন৷
একটি ইন্সটাগ্রাম ভিডিওয়( যে ভিডিওর সত্যতা বিচার করে নি ‘খোশখবর’) ভারতীয় ইনফুয়েন্সার সিমরান বালার জৈনকে দেখা যাচ্ছে জুতো খুলে জাপানের রাস্তায় শুধুমাত্র ধপধপে সাদা নতুন মোজা পরে হাঁটছেন।রাস্তায় ঘোরার সময় জৈনকে ফুটপাথ এবং জেব্রা ক্রসিং ধরে হাঁটতেও দেখা যাচ্ছে।অথচ এত কিছুর পরেও মোজাগুলো থেকে গেল দাগহীন,সেগুলি দোকান থেকে কেনার সময় যেমন ছিল তেমনই নতুন৷
ভিডিও ক্লিপটির শুরুতে জৈনকে সাদা মোজা কিনতে একটি দোকানে প্রবেশ করতেও দেখা যায়। নতুন কেনা মোজায় একটুও দাগ লাগে নি বলে ভিডিওয় তার পরিষ্কার পরীক্ষার ফলাফলে জানিয়ে দেন।
আরও পড়ুনঃ
এই ভিডিও প্রকাশ হতেই ভাইরাল।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিক্রিয়ার বন্যা।ভিডিওটি ২৬ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এবং সারা বিশ্ব থেকে লোকেরা এটিতে মন্তব্য করেছে।
"আমি হতবাক - মোজা এখনও এত পরিষ্কার কিভাবে?" এক নেটিজেন লিখেছেন।
অন্য একটি মন্তব্য."এই কারণেই আমার জাপানে যেতে হবে!"
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ